সর্বশেষ

37.3 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

রাজশাহীতে কোরবানীর পশু কিনতে বাড়তি দাম

টপ নিউজ ডেস্কঃ পশু পালন হয়েছে রাজশাহীতে এবার চাহিদার তুলনায় প্রায় ১০ হাজার বেশী কোরবানির । ইতোমধ্যেই এসব কোরবানীর পশু বেচাকেনা শুরু হয়েছে । জুনের শেষে রাজশাহীর পশুহাটগুলো জমে উঠবে বেচাকেনায় । তবে এবার কোরবানীর পশু কিনতে বাড়তি দাম গুনতে হবে ।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, ১৬ হাজার ৭৯ জন খামারি ও কৃষকের কাছে আছে এক লাখ ২১ হাজার ৩৭২টি গরু , দুই লাখ ৩৩ হাজার ২৩৫টি ছাগল, ৩৮ হাজার ২৪৫টি ভেড়া ও মহিষ আছে তিন হাজার ২১১টি রাজশাহী জেলায় ।

তথ্যমতে, মোট কোরবানির জন্য তিন লাখ ৯২ হাজার ৮৫২টি পশু পালন হয়েছে। জেলায় এবার তিন লাখ ৮২ হাজার ১১৮টি। চাহিদার চেয়ে প্রায় ১০ হাজার পশু বেশি কোরবানির জন্য সম্ভাব্য চাহিদা ।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, এবার করোনা না থাকার কারণে জমবে কোরবানীর পশুরহাট । খামারিরা ভাল দামও পাবেন। গো-খাদ্যের দাম বাড়ার কারণে এবার বাড়তে পারে কোরবানীর পশুর দামও ।

তবে শঙ্কা প্রকাশ করছেন সাধারণ খামারিরা পশুর ভাল দাম পাওয়া নিয়ে । তাঁরা বলছেন, চড়া দামে খাবার কিনে খরচ বেড়ে গেছে পশু লালন-পালন করতে । এর মধ্যে দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতিতে এখন টাকা নেই মানুষের হাতে । তাই শঙ্কা তাদের পশুর দাম নিয়ে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles