টপ নিউজ ডেক্স: মঙ্গলবার( ১২ এপ্রিল) রাজশাহীতে মারামারির জেরে ১ ঘন্টার কর্মবিরতি পালন করেছে রাজশাহীর ফার্মেসী মালকরা।গত রবিবার বিকেল পৌনে ৩ টায় নগরীর লক্ষীপুর মোড়ে অবস্থিত আস্থা ফার্মেসীতে এই মারামারির ঘটনা ঘটে।
তারই প্রতিবাদে ব্যবসায়ীরা মঙ্গলবার দুপুর ১ ট থেকে দুপুর ২ টা পর্য ন্ত এই কর্মবিরতি পালন করেন। এদিকে এই কর্মবিরতির কারণে ঔষধ কিনতে আসা সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছে।

ক্রেতারা জানান,হঠাৎ করে ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তে তারা খুব সমস্যায় পড়েছেন। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন যে এসব সমস্যা ব্যবসায়ীরা নিজ উদ্দেগ্যেই সমাধান করে নিলেই সাধারণ মানুষকে হয়রাণীর মুখে পড়তে হয়না।