নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষা নগরী রাজশাহীতে বইপ্রেমীদের তৃষ্ণা মেটাতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে রাজশাহীতে শুরু হয়েছে ভ্রাম্যমান বইমেলা। এবার রাজশাহী কলেজের গ্রন্থাগার প্রাঙ্গনে এই মেলা শুরু হয়েছে রবিবার (৩০ অক্টোবর) থেকে এবং চলবে আগামী শুক্রবার (৪ নভেম্বর) পযন্ত। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পযন্ত বইপ্রেমীরা বেছে নিতে পারবে তাদের পছন্দের বই।
কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, মেলায় প্রতিটি বইয়ে থাকছে ২০ থেকে ৩০ শতাংশ ছাড়। এছাড়াও বইপ্রেমীরা চাইলে সেখানে বসেও পড়ে নিতে পারবেন পছন্দের বই। এছাড়া বই পড়ার পাশাপাশি কবিতা আবৃতিতে আগ্রহীদের জন্য আগামী শুক্রবার (৪ নভেম্বর) আয়োজন করা হবে উন্মুক্ত প্রতিযোগীতা।

মেলার প্রথম দিনই ছিল পাঠকদের ভীড় ছিল চোখে পড়ার মতো। শুধু নগরী নয়, রংপুরের অধিবাসি তিথী মজুমদারও এসেছিলেন পছন্দের বই খুঁজে নিতে। টপ নিউজকে তিনি বলেন, এই মেলার কথা আগে থেকে জানতাম না। ঘুরতে এসে জানতে পারলাম। খুব ভালো লাগছে।
স্বল্প পরিসরের এই আয়োজনে রয়েছে দেশী-বিদেশী লেখকদের বিভিন্ন বইয়ের পাশাপাশি বঙ্গবন্ধু ও হুমায়ূন কর্ণার। পাঠকরা খুঁজে নিচ্ছেন নিজেদের পছন্দের বই।