সর্বশেষ

36.1 C
Rajshahi
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

রাশিয়ার সহায়তায় ইরানের মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ

টপ নিউজ ডেস্কঃ কাজাখস্তান থেকে ইরানের একটি স্যাটেলাইট পাঠানো হয়েছে মহাকাশে । মূলত ইরানের মালিকানাধীন স্যাটেলাইটি পাঠানো হয়েছে রাশিয়ার রকেটের মাধ্যমে । তাছাড়া পরিচালনা করে কাজাখস্তানের ওই বেসটিও মস্কো । এর আগে প্রশ্ন ওঠে মূলত রাশিয়া নিয়ন্ত্রণ করবে স্যাটেলাইটি । তবে পরে সে দাবি প্রত্যাখ্যান করা হয় ইরানের পক্ষ থেকে ।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, রিমোট সেনসিং খৈয়াম স্যাটেলাইটি সামরিক কাজে ইরান ব্যবহার করবে না । এটি ব্যবহার হবে স্বাভাবিক কাজে । মঙ্গলবার (৯ আগস্ট) এটি সফলভাবে উৎক্ষেপণ করা হয় মহাকাশে । চলতি মাসের শুরুতে পশ্চিমা গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার উদ্বৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের এ স্যাটেলাইটটি ব্যবহার করবে সহায়তা পেতে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles