সর্বশেষ

33.4 C
Rajshahi
শনিবার, জুন ৩, ২০২৩

শেখ কামাল অনুর্ধ-১৮ জোনাল ক্রিকেট টুর্নামেন্টের ফল

- Advertisement -

টপ স্পোর্টস্ ডেস্কঃ মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নর্থজোনের রাজশাহী ভেন্যুতে অনুষ্ঠিত শেখ কামাল অনুর্ধ-১৮ জোনাল ক্রিকেট টুর্নামেন্টে খেলায় মঙ্গলবার (০১ নভেম্বর) সফররত চাঁপাইনবাবগঞ্জ জেলা ১১ রানে হারায় সফররত পাবনা জেলাকে।

- - Advertisement - -

টস জয়ী চাঁপাই ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়েংতোলে ১৭৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ জারিক জামান  ১৯ ও রফিউল হাসান  ২৯ রান করেন। এছাড়াও সাবান রহমান অপরাজিত ১৩ ও শাহাদৎ হোসেন অপরাজিত ১১ রান করেন।

- Advertisement -

পাবনার পক্ষে তাসরিফুল উসলাম ১৯ রানে ২টি ও রেদওয়ান আহমেদ ২২ রানে ৩টি উইকেট নেন। জবাবে পাবনা জেলা ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৬৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ইয়ার  আরাফাত ২৩, সামমাক সাদ অপরাজিত ২৭ ও নাইম হোসেন ৪২ রান করেন। চাঁপাই এর পক্ষে হোসেন সাদ ১২ রানে ৩টি ,মেহেদী হাসান ৪১ ও সাবান রহমান ১৬ রানে ২টি করে উইকেট নেন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page