শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সারাদেশে “একদিনে এক কোটি” কোভিড ভ্যাকসিন ক্যাম্পেইন’র মাধমে ১ম ডোজ টিকাদান সফলভাবে সম্পন্ন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তোহা শাকিল, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আলম চৌধুরী, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূইয়া, সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ মো. আলমগীর, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মৃধা জীবন, উপজেলা যুবলীগ সভাপতি ফিরোজ আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তৌহিদুল ইসলাম, ষোলঘর ইউপি চেয়ারম্যান আলহাজ মো. আজিজুল ইসলাম, হাঁসাড়া ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান খান, বাঘড়া ইউপি চেয়ারম্যান আবু আল নাসের তানজিলসহ অন্যান্য ইউপি চেয়ারম্যানগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে গান পরিবেশন করেন কন্ঠশিল্পী বৃষ্টি, প্রমি, মো. জনি, হাসনা হেনা ও তানজিব সারোয়ার প্রমুখ।

উল্লেখ্য, শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে ৪২টি কেন্দ্র থেকে গত শনিবার মোট ২৪ হাজার ৩৪৯ জনকে কোভিড-১৯ প্রথম ডোজের টিকা প্রদান করা হয়।