সর্বশেষ

30.8 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

শ্রীনগরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কিশোরদের বঙ্গবন্ধু সম্পর্কিত বই বিতরণ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: “স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের চোখ সমৃদ্ধিও স্বপ্নে রঙিন” শ্লোগানকে সামনে রেখে, মুন্সীগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে অনাথ শিশুদের মাঝে “কিশোরদের বঙ্গবন্ধু” সম্পর্কিত বই বিতরণ, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বালাশুরে অবস্থিত সরকারি শিশু পরিবার (বালক) প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। জেলার নারী পুলিশ কল্যাণ সমিতির সভানেত্রী আমিনা রহমান মুন্নীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান আল-মামুন, বিপিএম, পিপিএম। অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো: তোফায়েল হোসেন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এ সময় স্বাগত বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দে, শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা সমাজ সেবা অফিসার মাহফুজা পারভীন চৌধুরী, রাঢ়িখাল ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি মো: নজরুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর থানার ওসি মো: আমিনুল ইসলাম, ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ, বাঘড়া ইউপি চেয়ারম্যান আবু আল নাসের তানজিল, রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজওয়ান ঢালী, সাধারণ সম্পাদক মো. হানিফ বেপারী, শ্রীনগর থানার ওসি (তদন্ত) পুষ্পেন দেবনাথ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: শাওন খানসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, গণ মাধ্যম কর্মী, সরকারি শিশু পরিবার সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ সদস্য বৃন্দ। আলোচনা সভা শেষে সরকারি শিশু পরিবারের সদস্যদের মাঝে কিশোরদের বঙ্গবন্ধু সম্পর্কিত বই বিতরণ করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles