সর্বশেষ

34.5 C
Rajshahi
শনিবার, জুলাই ২৭, ২০২৪

শ্রীনগরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৪ জেলেকে জরিমানা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৪ জেলেকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ভাগ্যকুল এলাকার পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, বাঘড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জাহিদ হোসেন, ভাগ্যকুল ইউপি সচিব হামিদুল হক, ইউপি সদস্য মোশারফ হোসেন প্রমুখ। মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ভাগ্যকুলের মান্দ্রা এলাকার সাদ্দাম হোসেন, জাভেদ, আব্দুল করিম ও লৌহজং উপজেলার যশলদিয়া এলাকার হারুন সরদার নামে ৪ জেলে আটক করা হয়।

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরতে নদীতে নামার অপরাধে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। জব্দকৃত নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles