শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে সাইবার বুলিং ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ক ক্যাম্পেইন শুরু হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে শ্রীনগর সরকারি সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ দিনব্যাপী মাধ্যমিক পর্যায়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও প্রণব কুমার ঘোষ বলেন, করোনাকালীন শিক্ষা কার্যক্রম ইন্টারনেটের বহুল ব্যবহারের কারণে শিক্ষার্থীরা নানাভাবে উপকৃত হয়েছে। এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের প্রবণতা বেড়ে যাওয়ার ফলে সাইবার বুলিং বৃদ্ধি পেয়েছে। বিষয়টি মাথায় রেখে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে সাইবার বুলিং ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ক ক্যাম্পেইনের আয়োজন করা হবে।
দশম শ্রেণির ৯৮ জন শিক্ষার্থীর অংশগ্রহনে উপজেলা তথ্য অফিসার ফাতেমা ইসলাম লিজা অনুষ্ঠিত ক্যাম্পেইনে সার্বিক বিষয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আছিয়া আক্তার রুমু, শ্রীনগর সরকারি সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
শ্রীনগরে সাইবার বুলিং ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ক ক্যাম্পেইন
- Advertisement -
- Advertisement -