- Advertisement -
[১]শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: “পুলিশই জনতা, জনতাই পুলিশ” শ্লোগানকে সামনে রেখে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিরাপত্তা ও যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জনসচেতনতায় হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের (গাজীপুর রিজিয়ন) উদ্যোগে শ্রীনগরে ওপেন হাউজ’ডে অনুষ্ঠিত হয়েছে।
[২]বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় মহাসড়ক সংলগ্ন উপজেলার দোগাছি বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাঁসাড়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন।
[৩] দোগাছি বাজারের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামরুল বাসার মোতালেবের সভাপতিত্বে সে সময় সেখানে উপস্থিত ছিলেন কোলাপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য দিলীপ কুমার চক্রবর্তী, সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ, আব্দুল খালেক সিকদার, হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. বাহারুল সোহাগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা নারায়ণ ঘোষ, ব্যবসায়ী শেখ রিপন, তুহিন মাঝি, শামীম, ফিরোজ সিকদারসহ আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পরিবহণের চালক, হেল্পার, শ্রমিক ও হাইওয়ে পুলিশ সদস্যবৃন্দ।
সম্পাদনায়: মো: সাগর আলী
- Advertisement -