সর্বশেষ

42.5 C
Rajshahi
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

সরকার হারালো তামাকে ৫ হাজার কোটি টাকা রাজস্ব

টপ নিউজ ডেস্কঃ সঠিক কর কাঠামোর অভাবে ২০২১-২২ অর্থবছরে সরকার তামাকপণ্য থেকে রাজস্ব হারিয়েছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা । সিগারেটের প্যাকেটে মুদ্রিত সর্বোচ্চ খুচরা মূল্য এবং গবেষণায় পাওয়া বিভিন্ন স্তরের সিগারেটের খুচরা বিক্রয় মূল্যের পার্থক্য থেকে সরকারের প্রাপ্য অংশ হিসাব করে কর হিসেবে গত অর্থবছরের সম্ভাব্য রাজস্ব ক্ষতি বের করা হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য রক্ষায় তামাকজাত দ্রব্যের ওপর শীর্ষক সেমিনারে সুনির্দিষ্ট করারোপ মূল প্রবন্ধে এ তথ্য তুলে ধরা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্স এবং বিএনটিটিপি আয়োজন করে এ সেমিনারের । সেমিনারে মূল প্রবন্ধে বলা হয়, অতিউচ্চ স্তরের সিগারেটের ২০ শলাকার প্যাকেট মুদ্রিত ২৭০ টাকা হলেও সর্বোচ্চ খুচরা মূল্য বিক্রিত গড় মূল্য ২৯৪ দশমিক ২৯ টাকা। সে হিসাবে সর্বোচ্চ খুচরা মূল্যের ওপর থেকে কর আদায় করা সম্ভব হলে উচ্চস্তরের সিগারেট থেকে সরকার আরও বেশি পেতো প্রায় ৫৮৩ কোটি টাকা । একইভাবে উচ্চস্তর থেকে প্রায় ৪০০ কোটি টাকা, প্রায় ২৩৭ কোটি মধ্যমস্তর থেকে এবং নিম্নস্তর থেকে আরও ৩ হাজার ৬৬১ কোটি টাকা সম্ভব হতো অতিরিক্ত কর আদায় ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles