সর্বশেষ

26.2 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

সরনজাইতে ইউপি বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী তানোর উপজেলার পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোতে সকল ধরনের অপরাধ দমন ও পুলিশের সেবার মান বাড়াতে রাজশাহী জেলা পুলিশ সুপার, এ.বি.এম. মাসুদ হোসেন, বিপিএম বারের দিক নির্দেশনায় বিট পুলিশিং অনুষ্ঠিত হচ্ছে।

তারই ধারাবাহিকতায় চলতি মাসের ১৪ মে (শনিবার) সরনজাই ইউপিতে তানোর থানার পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকের সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ বাহিনীর সেবা সাধারণ মানুষের কাছে পোঁছে দিতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া। তিনি সাধারণ জনগনের উদ্দেশ্য বলেন, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, চুরি, ছিনতাই, ডাকাতিসহ সকল প্রকার অপরাধ দমনে পুলিশকে সহযোগিতায় করতে সবাইকে এগিয়ে আসতে হবে,পুলিশ জনগণের বন্ধু, জনগণের জানমাল নিরাপত্তায় সর্বদায় নিয়োজিত পুলিশ বাহিনী। তাই তিনি জনগনের সহযোগিতা নিয়ে তানোর থানাকে সকল ধরনের অপরাধ মুক্ত মডেল থানা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিট পুলিশিং সভায় আরো উপস্থিতি ছিলেন,সরনজাই ইউপির বিট পুলিশিং অফিসার এসআই(নিঃ) সাহাদাত হোসেন, সহকারী বিট অফিসার এএসআই(নিঃ) আবু সাইদসহ ইউপি মেম্বার, গ্রাম পুলিশ এবং স্থানীয় সুশীল সমাজের বিপুল সংখ্যাক সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles