সর্বশেষ

41 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

সর্বোচ্চ দাম খোলাবাজারে, ভোগান্তি সাধারণ ক্রেতার

টপ নিউজ ডেস্কঃ রাজধানীর বেশিরভাগ মানি এক্সচেঞ্জ হাউজে রয়েছে ডলার সংকট । এসব এক্সচেঞ্জে বর্তমানে বিক্রেতার তুলনায় ক্রেতার সংখ্যাই বেশি। এমনকি ক্রেতার তুলনায় ডলারের সরবরাহ খুবই কম- ব্যবসায়ীদের এমনটাই দাবি । অন্যদিকে এতদিন যারা রাস্তায় খুচরা ডলার কেনাবেচা করতেন গোপনে তারাও ব্যবসা করছেন। ক্রেতা দেখলেই বোঝাতে চাইছেন ইশারা-ইঙ্গিতে ডলার লাগবে কি না। এরপর মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করেই কেনা যাচ্ছে ডলার তাদের কাছ থেকে । তবে তার জন্য বাড়তি অর্থ গুনতে হচ্ছে । এরপরও চাহিদার তুলনায় হচ্ছে না পর্যাপ্ত ডলারের সংস্থান । ফলে সাধারণ ক্রেতাকে কিনতে হচ্ছে ডলার বাড়তি দাম দিয়েই । খুচরা ও এক্সচেঞ্জ হাউজগুলোতে ১১৫ থেকে ১১৮ টাকা পর্যন্ত প্রতি ডলারের জন্য খরচ করতে হচ্ছে, যা টাকার বিপরীতে এখন পর্যন্ত সর্বোচ্চ দাম ডলারের । তবে কোনো বিক্রেতা পেলে ১১২ থেকে ১১৪ টাকায় ডলার কিনে নিচ্ছেন তার কাছ থেকে খুচরা ব্যবসায়ীরা।

খাত সংশ্লিষ্টরা বলছেন, ডলারের বাজার নিয়ন্ত্রণে সরকারি বিভিন্ন সংস্থার অভিযান শুরুর পর থেকেই কঠিন হয়েছে পরিস্থিতি। এখন পর্যাপ্ত ডলার নেই, ক্রেতা এলেও চাহিদা অনুযায়ী দেওয়া সম্ভব হচ্ছে না।

সস্পানায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles