সর্বশেষ

43.5 C
Rajshahi
বুধবার, মে ১, ২০২৪

অভিযান হয়েছে দিল্লি-মুম্বাইয়ে বিবিসি’র কার্যালয়ে

টপ নিউজ ডেস্কঃ দিল্লি ও মুম্বাইয়ে বিবিসির কার্যালয়ে অভিযান চালিয়েছে ভারতের কর কর্মকর্তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তথ্যচিত্র প্রকাশের কয়েক সপ্তাহ পর এই অভিযান চালানো হলো। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই তথ্যচিত্রে ২০০২ সালে গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার সময় মোদির ভূমিকা তুলে ধরা হয়। এরপর তথ্যচিত্রটি নিয়ে ভারতে ব্যাপক ‘বিতর্ক’ সৃষ্টি হয়। এএফপি জানিয়েছে, পুলিশ দিল্লির বিবিসি ভবন ঘেরাও করে রেখেছে। ভবনটিতে কেউ যেন প্রবেশ করতে বা সেখান থেকে বের হতে না পারেন, সেজন্য বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ভারতে এখনও ওই তথ্যচিত্রটি নিষিদ্ধ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্লক করার নির্দেশ দেয়া হয়েছে।

বিবিসির একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন, কর কর্মকর্তারা তাদের সব ফোন বাজেয়াপ্ত করেছেন। প্রসঙ্গত, দুই দশক আগে গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গায় অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছিলেন। তাদের অধিকাংশই ছিলেন মুসলিম। ওই ঘটনা নিয়েই তথ্যচিত্র নির্মাণ করে বিবিসি।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles