সর্বশেষ

38 C
Rajshahi
মঙ্গলবার, মে ২১, ২০২৪

অসহযোগ আন্দোলনের ঘোষণার পর আজ প্রথম অবরোধ, প্রভাব নেই সড়কে

টপ নিউজ ডেস্ক:  বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সারা দেশে চলছে বিএনপি ও সমমনা দলের ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি।

আ্জ রোববার ভোর ৬টা থেকে অবরোধ শুরু হয়েছে। যা শেষ হবে সন্ধ্যা ৬টায়।

বর্তমান সরকারের বিরুদ্ধে বিএনপির অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার পর এটি প্রথম দফার এবং সব মিলিয়ে দ্বাদশ দফার অবরোধ কর্মসূচি পালন করছে। যদিও এর কোনো প্রভাব সকাল থেকে দেখা যায়নি রাজধানীর সড়কগুলোতে। স্বাভাবিকভাবেই সব গণপরিবহন চলতে দেখা যায় । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলছে দোকানপাটও। শুরু হয়েছে কর্মচাঞ্চল্য।

ঢাকা জেলার বাইরে থেকে যেসব বাস, মিনিবাস ঢাকায় প্রবেশ করে সেসব বাসের উপস্থিতিও স্বাভাবিক।

তবে বরাবরের মতোই সতর্ক অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। বিভিন্ন মোড়ে মোড়ে সংশ্লিষ্ট থানা এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ সদস্যদের অবস্থান দেখা গেছে। পাশাপাশি থানা পুলিশকে গাড়ি নিয়েও টহল দিতে দেখা যায়।

সম্পাদনায়: মো: আরিফুল ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles