সর্বশেষ

30.7 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ২, ২০২৪

আনুষ্ঠানিকভাবে অভিষেক হতে যাচ্ছে যুক্তরাজ্যের রাজা চার্লসের

টপ নিউজ ডেস্কঃ শনিবার যুক্তরাজ্যের রাজা চার্লস ৩ এবং তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলার অভিষেক হতে যাচ্ছে আনুষ্ঠানিক । এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্রিটেনে উপভোগ করবেন ৭০ বছর পর কোনো রাজার রাজ্যাভিষেক দেশটির জনগণ ও বিশ্ববাসী ।

যুক্তরাজ্যের কেন্দ্রীয় আবহওয়া দপ্তর যদিও শনিবার রাজধানী লন্ডনে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, তবে রাজার অভিষেকের জন্য মোটেই থেমে নেই জনশোভাযাত্রার আয়োজন। লন্ডনের যেসব সড়ক দিয়ে এই শোভাযাত্রা যাবে— ইতমধ্যে জনসমাগম বাড়ছে সেসব পথে । এই জনশোভাযাত্রা যুক্তরাজ্যের রাজার অভিষেকের অন্যতম প্রথা হলো ।

রাজা চার্লসের অভিষেক উপলক্ষ্যে বিশ্বের প্রায় ১০০ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান লন্ডনে এসেছেন । ফলে সেন্ট্রাল লন্ডনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিশ্ছিদ্র নিরাপত্তা। থেমে নেই দেশটির রাজতন্ত্রবিরোধীরাও । রাজার অভিষেকের দিনই রাজতন্ত্র বিলোপের ডাক দিয়ে প্রতিবাদী কর্মসূচি তারা ঘোষণা করেছেন । সেই অনুযায়ী তাদেরও চলছে প্রস্তুতি । তবে রাজতন্ত্রবিরোধীদের কর্মসূচি সফল হবে কতখানি , তা প্রশ্নসাপেক্ষ।

শনিবার অভিষেকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের ৪০ তম রাজা চার্লস ৩ হতে যাচ্ছেন। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সীমিত ও জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজা চার্লস ৩ ও রানি ক্যামিলার অভিষেক হবে । এর মধ্য দিয়ে মা দ্বিতীয় এলিজাবেথের উত্তরসূরি হিসাবে ব্রিটিশ সিংহাসনে আরোহণ করছেন তিনি আনুষ্ঠানিকভাবে।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles