সর্বশেষ

43.8 C
Rajshahi
শুক্রবার, মে ১৭, ২০২৪

আর্থিক সংকটে থাকা শিল্পীদের পাশে ইফতার পার্টির টাকা দিয়ে

টপ নিউজ ডেস্কঃ শিল্পীদের মধ্যে অনেকেই আছেন টানাটানির মধ্যে থাকেন অর্থনৈতিকভাবে । অনেকেই আছেন কাজ নেই, কেউ অসুস্থ দীর্ঘদিন ধরে । কাউকে বছর ধরে নিতে হয় নিয়মিত চিকিৎসা । ঈদ সামনে রেখে এসব অভিনয়শিল্পীদের আরও বাড়ে খরচ । ইফতার পাটির অর্থ দিয়ে এসব অর্থনৈতিক সংকটে থাকা শিল্পীদের পাশে অভিনয় শিল্পী সংঘ দাঁড়িয়েছে ।

অকালপ্রয়াত পাশে দাঁড়ান একজন অভিনয়শিল্পীর শিল্পীসংঘ ।
অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, ‘ইফতার পার্টির মধ্যে দিয়ে অবশ্যই সামাজিক সম্পর্ক বাড়ে, অনেকের সঙ্গে দেখা হয় দীর্ঘদিন পরে ।বজায় থাকে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক । ইফতার পার্টির দরকার আছে অবশ্যই । কিন্তু আমরা সবাই সম্মিলিতভাবে ইফতার পার্টি করব না সিদ্ধান্ত নিয়েছি । সেখানে যে অর্থ ব্যয় হতো, সেটা পুরোটাই দিয়ে আর্থিক অবস্থা ভালো নয়, টানাটানির মধ্য থাকেন, এমন সহায়তা করেছি অনেককে । ইতিমধ্যে আমরা দাঁড়িয়েছি ৫টি পরিবারের পাশে । আমাদের একজন অভিনয়শিল্পীর অকালপ্রয়াণে আমরা মর্মাহত। আমরা তাঁর সন্তানদের লেখাপড়া ও ঈদ খরচ বাবদ অর্থসহায়তা দিয়েছি।’

আহসান হাবীব নাসিম শিল্পীসংঘের সভাপতি ।
শিল্পীসংঘের সভাপতি আহসান হাবীব নাসিম ।
আমরা সব সময় শিল্পীদের পাশে থাকি। ২০ জনের মতো শিল্পী আছেন, যাঁদের হার্ট সার্জারি, রোগ নির্ণয়, অপারেশনসহ নানা সমস্যায় নিয়মিত চিকিৎসা নিতে হয়। এ জন্য আমরা ইউনিভার্সাল ও ল্যাব এইড হাসপাতালসহ কিছু হাসপাতালে সহায়তা চালিয়ে যাচ্ছি কথা বলে । এমনকি আমাদের জানার বাইরে অর্থনৈতিক সংকটে আছেন যেসব শিল্পী , তাঁরা আমাদের জানালেই চেষ্টা করব পাশে দাঁড়ানোর । চলমান থাকবে আমাদের এই সহায়তা । সঙ্গে প্রতি মাসে সবার চিকিৎসা দেওয়ার ব্যবস্থা চলতেই থাকবে আমাদের অফিসে ।’

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles