সর্বশেষ

36.4 C
Rajshahi
বুধবার, মে ১, ২০২৪

ইমরান খানের দলের প্রতীক বাতিল করল নির্বাচন কমিশন

টপ নিউজ ডেস্ক: পাকিস্তানের নির্বাচন কমিশন বাতিল করেছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের ‘ব্যাট’ প্রতীক। গতকাল শুক্রবার সন্ধ্যায় জানানো হয়েছে এ-সংক্রান্ত সিদ্ধান্তের কথা।

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান। তাঁর গঠিত দলের প্রতীক ‘ব্যাট’  তাঁর ফুটিয়ে তুলেছিল খেলোয়াড়ি জীবনকে।

প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ইসিপি বেঞ্চ পিটিআইয়ের প্রতীক কেড়ে নেওয়ার পাশাপাশি বেআইনি ঘোষণা করেছেন দলটির অভ্যন্তরীণ নির্বাচনকেও।

নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তকে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে পিটিআইয়ের জন্য। দলটি প্রস্তুতি নিচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য। এই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান কয়েক মাস ধরে কারাবন্দী।

পিটিআই তাদের নির্দেশনা মেনে চলেনি…এবং পিটিআই নির্বাচনী আইন-২০১৭ ও নির্বাচনী বিধিমালা-২০১৭ অনুযায়ী অভ্যন্তরীণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে,নির্বাচন কমিশনের আদেশে এমনটিই বলা হয়েছে।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles