সর্বশেষ

30.9 C
Rajshahi
শুক্রবার, মে ১৭, ২০২৪

ইসরাইলিদের গ্রেফতারি পরোয়ানা জারি না করার আহ্বান যুক্তরাষ্ট্রের

টপ নিউজ ডেস্ক: জানা গেছে,ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তবে যথাসম্ভাব্য এ গ্রেফতারি পরোয়ানা ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে ভণ্ডুল করে দিতে পারে বলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সহযোগী দেশগুলো উদ্বিগ্ন।

ইসরাইলের এক কর্মকর্তা গতকাল টাইমস অফ ইসরাইলকে জানান, আদালত যদি ইসরাইলি নেতাদের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে তাহলে এটি সম্ভাব্য বন্দী চুক্তি বাতিল করে দিতে পারে।

সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানার বিষয়টি আজ  বিকেলের মন্ত্রিসভার বৈঠকে আলোচ্যসূচির প্রথম বিষয়বস্তু হিসেবে আলোচনা করা হয়েছিল।

হিব্রু মিডিয়া বলেছে, এটি অনেক দেরিতে যোগ করা হয়েছে এবং নেতানিয়াহু নিজেই এই বিষয়ে একটি উপস্থাপনা করবেন।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার বলেছে, তারা ইসরাইলি মিশনকে জানিয়েছে যে সিনিয়র রাজনৈতিক এবং সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে।

ইসরাইল বা মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসির এখতিয়ার স্বীকার করে না। তবে কোনো পরোয়ানা ইসরাইলি কর্মকর্তাদের অন্য দেশে তা গ্রেফতারের ঝুঁকিতে ফেলতে পারে।

সম্পাদনায়: আয়েশা ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles