সর্বশেষ

27.9 C
Rajshahi
মঙ্গলবার, মে ১৪, ২০২৪

এবারের পরীক্ষা এসএসসি যানজটের জন্য শুরু হবে সকাল ১১ টায়

টপ নিউজ ডেস্কঃ আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা । এবারের এসএসসি পরীক্ষা সকাল ১০ টার পরিবর্তে শুরু হবে সকাল ১১ টায় । রাস্তাঘাটে যানজটের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন ।

সোমবার (৫ সেপ্টেম্বর) এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী জানান, এ বছর পরীক্ষার্খীর সংখ্যা ২ লাখ ২১ হাজার জন কমে গেছে। অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে কমে যাওয়ায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে বলে তিনি জানিয়েছেন । আগামী ১৫ সেপ্টেম্বর ঠিক করা আছে এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য দিন । এ বছর পরীক্ষায় ২০ লাখেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করবে । কর্তৃপক্ষ আগেই জানিয়েছে, পরীক্ষা যথাসময়েই হবে। একই সাথে শিক্ষার্থীদের মনোবল ঠিক রেখে তারা পরীক্ষার প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles