সর্বশেষ

35.6 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ২ লাখ

টপ নিউজ ডেস্কঃ এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০২১ সালের তুলনায় ২০২২ সালে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। কিন্তু বেড়েছে কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি জানান, মোট পরীক্ষার্থী এবার ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। গত বছর এই সংখ্যা ছিল ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। সে হিসেবে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কমেছে মোট পরীক্ষার্থী ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন।

তিনি আরও জানান, এবার মোট কেন্দ্র ৩ হাজার ৭৯০টি এবং গত বছর যা ছিল ৩ হাজার ৬৭৯টি। মোট কেন্দ্র বেড়েছে ১১১টি। মোট প্রতিষ্ঠান ২৯ হাজার ৫৯১টি এ বছর, যা গত বছর ছিল ২৯ হাজার ৩৫ টি।

পরীক্ষার্থী কেন কমেছে, এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেক পরীক্ষায় আমাদের অনিয়মিত পরীক্ষার্থী থাকে একটা বড় সংখ্যায়। আমরা গত বছর মাত্র তিনটি বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিয়েছি। তাতে অন্যান্য বছরের তুলনায় পাসের হারও অনেক বেশি ছিল। এবার সে কারণে একেবারেই কম অনিয়মিত শিক্ষার্থীর সংখ্যা। তাই মোট পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles