সর্বশেষ

41 C
Rajshahi
শনিবার, মে ৪, ২০২৪

ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন রাসিক মেয়র

টপ নিউজ ডেস্কঃ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার রাজশাহীতে আগামী ২৯ জানুয়ারি জনসভা উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ প্রস্তুত করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর আড়াইটায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখার জন্য রাজশাহীর মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এতোটাই বেশি দৃশ্যমান হয়েছে, তার সুফল ভোগ করছে, মানুষ এখন সরাসরি তা দেখতে পাচ্ছে।

আরো বলেন, সারাদেশের মতো ব্যাপক উন্নয়ন হয়েছে আমাদের রাজশাহী বিভাগেও। ২৪০০ মেগাওয়াটের পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে পাবনার রূপপুরে, তার প্রথম পর্ব এই বছরের মধ্যে চালু হয়ে যাবে-ইনশাল্লাহ। একই সঙ্গে দ্রুত গতিতে এগিয়ে চলেছে হাটিকুরুল থেকে বাংলাবান্ধা সীমান্ত পর্যন্ত ফোরলেন সড়ক নির্মাণ কাজ।

গত ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির সমাবেশ সম্পর্কে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, গত ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির ওই কর্মসূচিকে যদি জনসভা বলা হয়, তাহলে ছোট করা হয় জনসভা শব্দটিকেই। কারণ সেটা ছিল ৫/৭ হাজার মানুষ নিয়ে ছোট-খাটো একটা সমাবেশ।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles