সর্বশেষ

38.1 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ২, ২০২৪

কমবে সয়াবিন তেলের দাম

টপ নিউজ ডেস্কঃ বিশ্ববাজারে দাম কমলেও ডলারের কারণে দেশের বাজারে সয়াবিন তেলের দাম এখনো কমানো যাচ্ছে না বলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন ।

মন্ত্রী বলেছেন, ‘বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমেছে। কিন্তু দেশে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় আমরা কাজে লাগাতে পারছি না সেই সুবিধা । ডলারের দামের সঙ্গে তেলের দাম সমন্বয় করা হচ্ছে। এতে করে দুই মাসের মধ্যে আশা করছি আরও এক ধাপ সয়াবিন তেলের দাম কমবে বলে ।’

শনিবার বেলা ১১টায় রংপুর নগরের সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন টিপু মুনশি । এ সময় বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফর ফলপ্রসূ হয়েছে জানিয়ে বলেন, বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করতে ভারতের ব্যবসায়ীরা আগ্রহী হয়েছেন । তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলে নানা দাবি করেছেন বিনিয়োগের জন্য । প্রধানমন্ত্রী সেই দাবিগুলো শুনেছেন। তারা বাংলাদেশে জ্বালানি, ট্রান্সপোর্ট ও এগ্রো প্রসেসিং কার্যক্রমে বিনিয়োগে আগ্রহী। ভারতের আদানি গ্রুপ বিনিয়োগ করতে চাচ্ছে সাড়ে ৪৪ হাজার কোটি টাকা ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles