সর্বশেষ

37.1 C
Rajshahi
শনিবার, মে ১৮, ২০২৪

কমলাপুর থেকে ট্রেন ছাড়ছে ৪-৫ ঘণ্টা দেরিতে

টপ নিউজ ডেস্ক: বাংলাদেশ কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, পশ্চিমাঞ্চল ও ময়মনসিংহগামী প্রায় সব ট্রেনই দুই থেকে তিন ঘণ্টা বিলম্বিত হচ্ছে।

তিনি আরো বলেন, গতকাল জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার পর দ্বিতীয় লাইনটি পুনরুদ্ধার করতে না পারায় উত্তর-পশ্চিম রুটের ট্রেনগুলো জয়দেবপুরে সিঙ্গেল লাইন ব্যবহার করছে।এছাড়াও মাসুদ সারওয়ার বলেন, সারা দিনই উত্তরবঙ্গের দিকে যাওয়া বেশিরভাগ ট্রেনই যাবে দেরিতে। এমনকি যা স্বাভাবিক হতে সময় লাগবে আরও অন্তত দুদিন। তাছাড়াও  দুই-একটি ছাড়া স্বাভাবিক সময়ে কমলাপুর ছেড়েছে পূর্বাঞ্চলের সব ট্রেন।

তবে বিকেল তিনটার দিকে কমলাপুর স্টেশন পরিদর্শনকালে দেখা যায়, বিপুল সংখ্যক যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরের কাজীপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে যাত্রীবাহী ট্রেন ধাক্কা দেয়। এমন  ঘটনায় ৯টি বগি লাইনচ্যুত ও চারজন আহত হয়েছেন।

সম্পাদনায়: আয়েশা ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles