সর্বশেষ

41.4 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

গরম কমাতে কাজ শুরু করেছেন হিট অফিসার

টপ নিউজ ডেস্কঃ শহরের তাপমাত্রা কমাতে কাজ শুরু করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ পাওয়া বুশরা আফরিন। দীর্ঘমেয়াদে সুফল পেতে গরম কমাতে বৃক্ষরোপণের পাশাপাশি তিনি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।

আজ মঙ্গলবার (৬ জুন) দুই লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় রাজধানীর তেজগাঁওয়ের মেয়র আনিসুল হক সড়ক থেকে। এই কর্মসূচিতে অংশ নিয়ে চিফ হিট অফিসার বুশরা আফরিন গাছ লাগানোর মাধ্যমে শহরের তাপ কমাতে কাজ শুরু করেছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বুশরা আফরিন বলেন, গাছ হচ্ছে তাপ কমাতে সব থেকে বড় উপায়। তবে শিগগিরই আরও কিছু পরিকল্পনা নিয়ে কাজ শুরু করা হবে। পাশাপাশি চিফ হিট অফিসার গুরুত্ব দিচ্ছেন সচেতনতা বৃদ্ধিতেও।

এর আগে, উত্তর সিটিতে  ‘সবুজে বাস, বারো মাস’ এ স্লোগান নিয়ে দুই লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বৃক্ষরোপণের রোডম্যাপ ঘোষণা করেন। মেয়র জানান, নগর কর্তৃপক্ষ শুধু গাছ লাগানোই না সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে তার পরিচর্যাতেও।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles