সর্বশেষ

27.2 C
Rajshahi
শনিবার, মে ৪, ২০২৪

চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন

টপ নিউজ ডেস্কঃ চলতি বছর সৌদি এবং এর বাইরের ১০ লাখ মুসল্লি হজে অংশ নিতে পারবেন বলে নিশ্চিত করা হয়েছিল। কোন দেশ থেকে কতজন হজযাত্রী হজ পালন করতে পারবেন ,এবার দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় সে বিষয়টি নিশ্চিত করেছে । সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য ।

এ বছর ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ সুযোগ পাবেন হজ পালনের । দেশটি থেকে হজ করতে পারবেন হজযাত্রী ১ লাখ ৫১ জন । এই তালিকায় দ্বিতীয় অবস্থানে পাকিস্তান রয়েছে । দেশটি থেকে ৮১ হাজার ১৩২ জন সুযোগ পাবেন হজ পালনের ।

তৃতীয় অবস্থানে থাকা ভারত থেকে সুযোগ পাবেন হজ পালনের ৭৯ হাজার ২৩৭ জন হজযাত্রী। এই তালিকায় চতুর্থ অবস্থানে বাংলাদেশ রয়েছে । দেশটি থেকে এবার ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী সুযোগ পাবে হজপালনের ।

অপরদিকে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে সবচেয়ে কম মানুষ এবার সুযোগ পাবেন হজ পালনের । মাত্র ২৩ জন দেশটি থেকে এ বছর হজে যাওয়ার অনুমতি পেয়েছেন । অপরদিকে আরব দেশগুলোর মধ্যে মিশর থেকে সবচেয়ে বেশি মানুষ অনুমতি পেয়েছেন হজ পালনের । দেশটি থেকে এবার হজ পালনের ৩৫ হাজার ৩৭৫ জন সুযোগ পাবেন ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles