সর্বশেষ

42.5 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ২, ২০২৪

টনসিল অপারেশনের পর আর ‘জ্ঞানই ফিরল না’ শিশু মোস্তাকিমের

টপ নিউজ ডেস্ক: টনসিলের অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হয়েছিল আট বছর বয়সী মো. মোস্তাকিমকে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় আল-হেরা নামে একটি ক্লিনিকে। ছোট এই অস্ত্রোপচার নিয়ে শিশুটির পরিবারের তেমন কোনো চিন্তা ছিল না। তাদের আশ্বাস দিয়েছিলেন চিকিৎসকরাও। তবে কে জানতো শিশুটির আর জ্ঞানই ফিরবে না অপারেশনের পর! ঘটনার পরপরই পালিয়ে গেছেন ক্লিনিকটির চিকিৎসক-নার্সরা।

গতকাল রোববার সকালে শহরের খানপুর এলাকায় ঘটে এ ঘটনা। সদর উপজেলার বক্তাবলীর মধ্যনগর এলাকার কুয়েত প্রবাসী রমজান আলীর ছেলে মোস্তাকিম। স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল সে। ভুল চিকিৎসায় ছেলের মৃত্যু হয়েছে দাবি করে বাবা রমজান আলীর অভিযোগ, শনিবার সন্ধ্যায় মোস্তাকিমকে আল-হেরা ক্লিনিকে চিকিৎসক আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে টনসিলের অপারেশনের জন্য ভর্তি করানো হয়।

অপারেশন শেষে আর জ্ঞান ফেরেনি বাচ্চার। সকালে চিকিৎসক, নার্সসহ ক্লিনিকের সবাই পালিয়ে যায় অপারেশন থিয়েটারে মরদেহ রেখেই। তিনি অভিযোগ করেন, মৃত্যুর ঘটনা ঘটেছে চিকিৎসকের অবহেলাতেই। পরিবারটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারে দাবি করছে।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles