সর্বশেষ

31.6 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ২, ২০২৪

ট্রেনের টিকিট পেতে ৪০ লাখ হিট ৩০ মিনিটে,  সব আসন শেষ মুহূর্তেই

টপ নিউজ ডেস্ক : আগামী ২৯ জুনকে ঈদুল আজহা ধরে বাংলাদেশ রেলওয়ে শুরু করেছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। বুধবার (১৪ জুন) সকাল ৮টায়  ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে একযোগে শুরু হয়টিকিট বিক্রি। বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে খালি হয়ে যায় প্রতিটি ট্রেনের আসন।

টিকিট প্রত্যাশীদের মধ্যে যারা প্রথমে ওয়েবসাইট বা অ্যাপে ঢুকতে পারেননি, আর কোনো খালি আসন পাননি তারা পরে ঢুকে। টিকিট না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্যদিকে যারা পেয়েছেন, তারা ভাসছেন আনন্দে। টিকিট পাওয়া ও না পাওয়া নিয়ে টিকিটপ্রত্যাশীরা দেখিয়েছেন মিশ্র প্রক্রিয়া।  

বিক্রি শুরুতেই টিকিট শেষ হয়ে যাওয়া প্রসঙ্গে ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা বলেন, আমাদের টিকিট বিক্রির ক্যাপাসিটি অনেক এবং সেখানে মাত্র ১৩ থেকে সাড়ে ১৩ হাজার টিকিট আছে। একেবারেই স্বাভাবিক বিক্রি শুরুর পর টিকিট না থাকাটাই। টিকিট পাবেন না সবাই। সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে হিট পড়েছে ৪০ লাখ। অন্যদিকে ১৮ লাখ হচ্ছে রেলওয়ে নিবন্ধিত একাউন্ট।

সম্পাদনায় : শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles