সর্বশেষ

35.1 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪

তানোরে আওমীলীগসহ তিন প্রার্থীর মনোনয়ন ফরম জমা

তানোরে আ”লীগসহ তিন প্রার্থীর মনোনয়ন ফরম জমা

টপ নিউজ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে মনোনয়ন দাখিলের শেষ দিনে রাজশাহীর তানোরে তিনজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল তিন টার দিকে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেনের নিকট মনোনয়ন ফরম জমা দেন নৌকার মনোনীত প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরীর পক্ষে উপজেলা আ”লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়নাসহ আরোও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক একে সরকার ডিগ্রি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার ও  মহিলা ভাইস চেয়ারম্যান।

 এছাড়াও ছিলেন মহিলা লীগ সভাপতি  সোনিয়া সরদার ও ভাইস চেয়ারম্যান কৃষক লীগ সম্পাদক আবু বাক্কার এবং ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি মজিবর রহমান। মনোনয়ন ফরম জমা,দেয়ার পর শেখ রাসেল মিনি স্ট্যাডিয়ামে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশেষ মোনাজাত করা হয়। এসময় পাঁচন্দর  ইউপি চেয়ারম্যান ইউপি দক্ষিণের সভাপতি আব্দুল মতিন, উত্তর শাখার সভাপতি হাজী ইসরাইল, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ইউপি দক্ষিণ শাখার সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, কলমা পূর্ব শাখার সভাপতি আব্দুর রহিম, পশ্চিমের সম্পাদক আতাউর রহমান,  তালন্দ ইউপি সভাপতি মেম্বার আব্দুল করিম, সম্পাদক মেম্বার আবুল হাসান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলাম, সম্পাদক রামিল হাসান সুইট, কলমা ইউপি সভাপতি তানভীর রেজাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ( বিএনএম) রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নোঙর প্রতীকের প্রার্থী শামসুজ্জোহা বাবু মনোনয়ন ফরম জমা দেন। এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনএমের সভাপতি মমিনুল ইসলাম মুকুল। দুপুরের দিকে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী উপজেলা সভাপতি শামসুদ্দিন মনোনয়ন ফরম জমা দেন।  তফসি অনুযায়ী, মনোনয়ন ফরম যাচাই বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, আপিল গ্রহন ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর,  প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, প্রচারনার শেষ তারিখ ৫ জানুয়ারি, ভোট গ্রহণ ৭ জানুয়ারি।

সম্পাদক: আয়েশা ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles