সর্বশেষ

41.4 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

তিস্তার পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপরে

টপ নিউজ ডেস্ক: তিস্তার পানি কমে গেলেও ফের বেড়ে প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে। ফলে আবারও তিস্তা তীরবর্তী মানুষরা বন্যার আশঙ্কা করছে । প্রচণ্ড গতিতে পানি ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। পানি গতি নিয়ন্ত্রণ করতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের সব কয়টি গেট।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ৯টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে ৫২ দশমিক ৩৪ সেন্টিমিটার তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয়। যা প্রবাহিত হচ্ছে স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে ।

স্থানীয়রা জানান, উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে  তিস্তা নদীর পানি প্রবাহ। এতে লালমনিরহাটের ৫টি উপজেলার তিস্তা অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৫/৭ হাজার পরিবার। বন্যার পানি নেমে যেতে না যেতেই তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ ফের আতঙ্কিত হয়ে পড়েছেন  বন্যার আশঙ্কায়।

এসব অঞ্চলে বিগত বন্যায় শুরু হওয়া ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে বলে জেলা প্রশাসন দাবি করেছে।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles