সর্বশেষ

37.2 C
Rajshahi
শনিবার, মে ১৮, ২০২৪

নওগাঁর সাপাহারে শেষ দিনে ৪ জনের মনোনয়ন জমা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার ৩নং তিলনা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে রোববার (১৮ জুন)  মনোয়ন পত্র জমা দানের শেষ দিন ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন উপজেলা নির্বাচন অফিসে জমা প্রদান করেছেন বলে উপজেলা নির্বাচন ও রিটার্র্নিং অফিসার মোহাম্মাদ রেজাউল করিম জানিয়েছেন।

উপনির্বাচনে মনোয়নপত্র জমা দানকারীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রাপ্ত সাপাহার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: আবদুল মান্নান, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো: আবু সাহরিয়ার সরদার, স্বতন্ত্র প্রার্থী মো: রায়হান কবির ও মোসা: খাদিজা বেগম বলেও তিনি জানান। ৪জন প্রার্থী তাদের স্ব-স্ব মনোনয়ন পত্র তিলনা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে সাপাহার উপজেলা নির্বাচন অফিসের রিটার্নিং অফিসারের নিকট জমা দিয়ে নিজ এলাকায় ভোট যুদ্ধে নেমে পড়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার আরোও জানিয়েছেন যে, আগামী ১৯জুন রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাই, ২০জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও ২৬ জুন প্রতিক বরাদ্দের পর আগামী ১৭জুলাই ২০২৩ তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য গত ২৯এপ্রিল২৩ইং ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যা মোসলেম উদ্দীন এর মৃত্যু হলে ইউনিয়নটিতে সরকারীভাবে উপ-নির্বাচনের ঘোষনা দেওয়া হয়।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles