সর্বশেষ

26.3 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

নিহত হয়েছেন ৩ হাজার ইউক্রেনীয় সেনা : জেলেনস্কি

টপ নিউজ ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৩ হাজার ইউক্রেনীয় সেনা এবং আহত হয়েছেন আরো প্রায় ১০ হাজার জন। ১৫ এপ্রিল (শুক্রবার) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি তিনি এটাও দাবি করেন যে যুদ্ধে এখন পর্যন্ত রুশ বাহিনীর ১৯ থেকে ২০ হাজার সেনাসদস্যের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো অনেক।

তবে ইউক্রেন প্রেসিডেন্টের এই দাবি সঠিক কি না, তা স্বাধীন এবং নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে শুক্রবার একটি প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এছাড়া যুদ্ধে এখন পর্যন্ত কতজন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য এখনও ইউক্রেন সরকারের কাছে নেই বলে স্বীকার করেছেন ভলোদিমির জেলেনস্কি।

সামরিক জোট ন্যাটোকে নিয়ে দ্বন্দ্বের জেরে গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী হামলার সূচনা করে। যুদ্ধের শুরুর ‍দিকে ইউক্রেন রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে হামলা পরিচালনা করলেও বর্তমানে দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চল দখলেই মনযোগী রুশ কমান্ড।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles