সর্বশেষ

29.6 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪

পোশাক শ্রমিকদের তাণ্ডব, আগুন পুলিশের পিকআপে

টপ নিউজ ডেস্কঃ বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে আজও আন্দোলনে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তাণ্ডব চালিয়েছে।

শ্রমিকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে পুলিশের। আজ সোমবার (৩০ অক্টোবর)   ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শ্রমিকরা আগুন ধরিয়ে দেয় সড়কে একটি পিকআপ ভ্যানে।

বেতন বাড়ানোর দাবিতে আজও টানা ৬ষ্ঠ দিনের মতো আন্দোলনে নামেন শ্রমিকরা। আজ সকাল ৯টা থেকে বিভিন্ন কারখানার শ্রমিকরা ভোগড়া বাইপাসের আশপাশের এলাকার আন্দোলন শুরু করেন। কয়েকটি কারখানায় তারা ভাঙচুর চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল বের করলে পুলিশ তাতে লাঠিচার্জ এবং টিয়ারসেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা মহাসড়কে ছত্রভঙ্গ হয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে এবং পুলিশের একটি পিকআপে একদল শ্রমিক আগুন ধরিয়ে দেয়। পরে সব ধরনের যানবাহন ঢাকা-ময়মনসিংহ রোডে চলাচল বন্ধ হয়ে পড়ে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles