প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ডেরেক শোলের সৌজন্য সাক্ষাৎ

0
316

টপ নিউজ ডেক্স: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক এইচ শোলে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার সকালে তিনি গণভবনে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার নিশ্চিত করেছেন বিষয়টি।

বুধবার সকালে এর আগে সফরের দ্বিতীয় দিন রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দেখা করেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কাউন্সিলর ডেরেক শোলের সঙ্গে। প্রায় ঘণ্টাব্যাপী চলা বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট ইস্যু ছাড়াও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়। আলোচনায় মার্কিনিদের পক্ষ থেকে ইউক্রেন যুদ্ধের ইস্যুটি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এ ছাড়া আলোচনা হয় সামরিক চুক্তি, মানবাধিকার নিয়ে ।

রোহিঙ্গা বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার সন্ধ্যায় ডেরেক এইচ শোলে দুদিনের সফরে ঢাকায় আসেন এবং আজই তিনি ঢাকা ছাড়বেন। 

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে শোলের। পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে মার্কিন এ জ্যেষ্ঠ কর্মকর্তার সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে ।

সম্পাদনায়: শাহনাজ সাফা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here