সর্বশেষ

29.5 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ২, ২০২৪

প্রশিক্ষন নিতে ব্রাজিল যাচ্ছে রাজশাহীর তিন কিশোর

টপ নিউজ ডেক্সঃ অধিকতর উন্নত প্রশিক্ষণ নিতে ফুটবলের তীর্থভূমি ব্রাজিলে যাচ্ছে রাজশাহীর তিন কিশোর ফুটবলার। অনূর্ধ্ব-১৭ খেলোয়াড় হিসেবে সারাদেশ থেকে ব্রাজিল যাওয়ার সুযোগ পেয়েছে ১৫ কিশোর ফুটবলার। এদের মধ্যে সেরা ১১ জনের তিনজন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়।

এই তিন জন হলেন, রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ধুরইল এলাকার আবির হাসান, মহানগরীর রামচন্দ্রপুর এলাকার ফরহাদ, এবং পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিবাস কুজুর।

গত বৃহস্পতিবার রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আবদুল জলিল তার কার্যালয়ে এই তিন ফুটবলারকে আর্থিক সহায়তা দিয়েছেন।

উল্লেখ্য যে, অনূর্ধ্ব-১৭ ক্যাটাগরিতে অধিকতর উন্নত প্রশিক্ষণ নিতে ব্রাজিলে যাওয়ার উদ্দেশে সারাদেশ থেকে ৪০ জন খেলোয়াড় একটি প্রতিযোগিতায় অংশ নেয়। সেখান থেকে ১৫ জন বাছাই করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর মধ্যে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার রয়েছে তিনজন। আগামী মাসে ব্রাজিলের সোসিয়েদাদ স্পোর্তিভো দ্য গামা ক্লাবের সঙ্গে অনুশীলন করবে তারা।

সম্পাদনায়ঃ শাহাদাত হোসাইন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles