সর্বশেষ

42.6 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ২, ২০২৪

বঙ্গবন্ধু কৃষি পুরস্কার ৪৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন

টপ নিউজ ডেস্কঃ ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। ১৪২৫ বঙ্গাব্দের জন্য ১৫ এবং ১৪২৬ বঙ্গাব্দের জন্য ২৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কৃষি ক্ষেত্রে উল্লেখযোগ্য ও অনুকরণীয় অবদানে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার দেয়া হবে।

মঙ্গলবার (১১ অক্টোবর) কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, আগামীকাল বুধবার (১২ অক্টোবর) ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৫ ও ১৪২৬ দেয়া হবে। প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে মোট ৩টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ২৫টি ব্রোঞ্জ পদক দেয়া হবে। এছাড়া বিজয়ীদের দেয়া হবে সনদপত্র, পদক এবং নগদ টাকা। আব্দুর রাজ্জাক আরো জানান, স্বর্ণপদকপ্রাপ্তরা পাবেন এক লাখ টাকা, রৌপ্যপদ প্রাপ্তরা পাবেন ৫০ হাজার টাকা এবং ব্রোঞ্জপ্রাপ্তরা পাবেন ২৫ হাজার টাকা নগদ।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles