সর্বশেষ

36.5 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

বাংলদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ

টপ নিউজ ডেস্ক: (বিবিএস)বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো  জনশুমারির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে আজ। প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন, বলে প্রতিবেদনে বলা হয়।

আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এইবার দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে জনশুমারির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হলো।

প্রতিবেদনটিতে জানানো হয়, মোট জনসংখ্যার মধ্যে পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৩ জন, আর নারী ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন। বাংলাদেশে ভাসমান জনসংখ্যা হলো ২২ হাজার ১৮৫ জন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে ১১ বছরে সিটি করপোরেশন এলাকায় জনসংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৪ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৫৮৬ জন রয়েছে।

দেশে জনসংখ্যার ঘনত্ব ৯৭৬ জন প্রতি বর্গকিলোমিটার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৯ জনে। মোট জনসংখ্যার মধ্যে কাজে নিয়োজিত রয়েছে ৩৭ দশমিক ২১ শতাংশ, কাজ খুঁজছে ১ দশমিক ৬৫ শতাংশ, কাজ করে না ২৯ দশমিক ৩২ শতাংশ।

সম্পাদনায়: মো: আরিফুল ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles