সর্বশেষ

30.7 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ২, ২০২৪

বাংলাদেশের নাম রাখা উচিত ‘গণপ্রজাতন্ত্রী বেহশত ‘ : বিএনপি নেতা

মান্দা (নওগাঁ ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধি এবংভোলা ও নারায়ণগঞ্জে বিএনপি কর্মী হত্যার প্রতিবাদে সমাবেশ করেছে বিএনপি। গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টার সময়  মান্দার প্রসাদপুর বাজারে অনুষ্ঠিত হয় এ সমাবেশ।

সমাবেশে নওগাঁ-৪ (মান্দা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম প্রামানিক প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিজেরা সম্পদের পাহাড় করে তুলেছেন। বাংলাদেশের সাধারণ মানুষ কষ্টে থাকলেও আওয়ামী লীগের  নেতা-কর্মীরা বেহেশতে রয়েছেন। এজন্য একদিক দিয়ে পররাষ্ট্রমন্ত্রী যথার্থই বলেছেন, বাংলাদেশের মানুষ বেহশতে আছেন। বাংলাদেশের নাম রাখা উচিত ‘গণপ্রজাতন্ত্রী বেহশত’। যেই দেশে জনগণের টাকায় বুলেট কিনে তাদের বুকেই বুলেট বিদ্ধ করে।’

মান্দা উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু প্রমুখ।

আব্দুল মতিন বলেন, ‘এই সরকারের বিদায়ের ঘন্টা বেজে গেছে। চৌদ্দ-আঠারো সাল মার্কা ভোট বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া হবে না। ভোলায়, নারায়ণগঞ্জে আমাদের ভাইয়েরা বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছেন। এই স্বৈরাচার সরকারকে হঠাতে হলে আরও রক্ত দিতে হবে এবং আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। রাজপথে নেমে গেছি, আর ঘরে ফিরতে চাই না। বিএনপির ঘাটি মান্দা থেকেই সরকার পতনের আন্দোলন শুরু।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles