সর্বশেষ

31.6 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ২, ২০২৪

বিআরটিএ অফিসে ছদ্মবেশে দুদক

টপ নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) ছদ্মবেশে অভিযান চালিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির(বিআরটিএ) রাজধানীর উত্তরার অফিসে। অভিযানে দুদকের এনফোর্সমেন্ট টিম দালালের সক্রিয় উপস্থিতি ও অনিয়মের সত্যতা পেয়েছে। এ অভিযান দুদকের প্রধান কার্যালয় থেকে চালানো হয়।

আজ সোমবার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক।

দুদক জানায়, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা গ্রহণ বাবদ ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকার উত্তরা বিআরটিএ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট টিমের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেবাগ্রহীতাদের সঙ্গে টিম ছদ্মবেশে কথা বলে। বেশ কিছু দালালদের উপস্থিতি লক্ষ্য করা যায় ছদ্মবেশে অভিযানকালে।

পরে দুদক টিম ওই অফিসের উপ-পরিচালকের সঙ্গে অভিযোগ ও গ্রাহক হয়রানির বিষয়ে কথা হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তিনি টিমকে আশ্বস্ত করেন। এ বিষয়ে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানা গেছে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles