সর্বশেষ

34.5 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ২, ২০২৪

বিএনপির ৫জন সংসদ সদস্য সশরীরে স্বাক্ষরযুক্ত আবেদন জমা দিয়েছেন:স্পিকার

টপ নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ থেকে বিএনপির ৭ সংসদ সদস্য (এমপি) পদত্যাগ করেছেন। এ বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘তারা (বিএনপির এমপি) জমা দিয়েছেন স্ব-স্ব স্বাক্ষরযুক্ত সাতজনের আবেদন । পাঁচ জন সশরীরে ছিলেন, তাদের গ্রহণ করা হয়েছে আবেদন ।’

তিনি বলেন, ‘সংবিধানের ৬৭(২) অনুযায়ী ওই আসনগুলো শূন্য হয়ে গেছে। বাকী দুইজনের আবেদন যাচাই-বাছাই করে নেওয়া হবে সিদ্ধান্ত ।‘

রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে সংসদ ভবনে বিএনপির সংসদ সদস্যরা স্পিকারের দপ্তরে যান। তারা পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে যাওয়ার পর গণমাধ্যমকর্মীদের স্পিকার এ কথা বলেন। বিএনপির সাত সংসদ সদস্যের মধ্যে আব্দুস সাত্তার অসুস্থ থাকায় এবং হারুনুর রশিদ বিদেশে থাকায় আসতে পারেননি। স্পিকার জানান, এরমধ্যে আব্দুস সাত্তার অসুস্থ থাকায় সংসদ সচিবালয় তার স্বাক্ষর মিলিয়ে দেখবে ও কথা বলবে। সব ঠিক থাকলে গৃহীত হবে তার আবেদনও । তবে ই-মেইলের মাধ্যমে দেওয়ায় হারুনুর রশীদের আবেদন গ্রহণ হবে না, তাকে পরে এসে জমা দিতে হবে।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles