সর্বশেষ

30.6 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

বিনিয়োগের জন্য সবচেয়ে উদার রাষ্ট্র বাংলাদেশ : প্রধানমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ বিনিয়োগের জন্য সবচেয়ে উদার রাষ্ট্র বলে বাংলাদেশকে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশের অবকাঠামো, উৎপাদন, জ্বালানি ও পরিবহন খাতে ভারতীয় বিনিয়োগকারীদের বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, অবকাঠামো প্রকল্প, উৎপাদন, জ্বালানি ও পরিবহন খাতে আমি ভারতীয় বিনিয়োগকারীদের বিনিয়োগ সম্ভাবনা বিবেচনা করার অনুরোধ করব। সময় ও খরচ কমিয়ে বাই-ব্যাক ব্যবস্থার মাধ্যমে ভারতীয় বিনিয়োগকারীরা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান চাইলে বাংলাদেশে শিল্প স্থাপন করতে পারে।

তিনি বলেন, এই অঞ্চলের সবচেয়ে উদার বিনিয়োগ ব্যবস্থা রয়েছে বাংলাদেশে। রয়েছে বিস্তৃত সুযোগ-সুবিধা, আকর্ষণীয় প্রণোদনা নীতি এবং ধারাবাহিক সংস্কার প্রক্রিয়ার সুযোগ।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) আয়োজিত ভারতের রাজধানী নয়াদিল্লিতে উচ্চ পর্যায়ের ব্যবসায়িক সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles