সর্বশেষ

33.6 C
Rajshahi
বুধবার, মে ১, ২০২৪

বুয়েট ছাত্র ফারদিন হত্যা মামলা: ৩ নভেম্বর যাত্রাবাড়ী মোড়ে দেখা গিয়েছে তাকে : ডিবি প্রধান

টপ নিউজ ডেস্কঃ খুন হওয়ার আগেবুয়েট ছাত্র ফারদিনকে দিবাগত রাত সোয়া দুইটার (৩ নভেম্বর) দিকে যাত্রাবাড়ী মোড়ে দেখা গিয়েছে। তাকে একটি লেগুনায় তুলে দেন সাদা গেঞ্জি পরিহিত অবস্থায় এক যুবক। ওই লেগুনায় ছিলেন আরও চারজন। তারাবর দিকে যায় লেগুনাটি। নজরদারিতে রাখা হয়েছে ওই লেগুনার চালক ও সহযোগীদের।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ সাংবাদিকদের।

বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ফারদিনের লাশ ৪ নভেম্বর নিখোঁজ হওয়ার তিন দিন পর ৭ নভেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করে পুলিশ। রামপুরা থানায় এ ঘটনায় তার বাবার করা মামলায় আয়াতুল্লাহ বুশরা নামের এক বন্ধুকে কারাগারে পাঠানো হয়েছে রিমান্ডের পর।

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ আরো বলেন, এখনো ফারদিনের মৃত্যুর কারণ জানা যায়নি। তাকে কোথায় হত্যা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত কিছু এখনো পাওয়া যায়নি।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles