সর্বশেষ

42.1 C
Rajshahi
শনিবার, মে ৪, ২০২৪

ব্রিকস সম্মেলনে অংশ নিতে জোহানেসবার্গে প্রধানমন্ত্রী

টপ নিউজ ডেস্ক: ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন । বাংলাদেশ সময় মঙ্গলবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে দক্ষিণ আফ্রিকার সমবায় শাসন ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রী পার্কস টাও স্বাগত জানান।

এসময় বাংলাদেশের সরকার প্রধানকে গার্ড অব অনার দেয়া হয়। পরে তাকে রেডিসন ব্লু হোটেলে নিয়ে যাওয়া হয় মোটর শোভাযাত্রার মাধ্যমে।

আজ প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ বিজনেস সামিট’ এবং ‘বাংলাদেশ দূত সম্মেলনে’ যোগ দেবেন। পরে হোটেল হিলটন স্যান্ডটনে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ।

সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ব্রিকসের বর্তমান প্রধান ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দেওয়া ‘রাষ্ট্রীয় ভোজসভায়’ সরকার প্রধান যোগ দেবেন।

তিনদিনব্যাপী ব্রিকস সম্মেলন চলবে ২২-২৪ আগস্ট পর্যন্ত। কোভিড-১৯ মহামারির কারণে বিশ্বব্যাপী ভ্রমণ নিষেধাজ্ঞার পর এটিই  হতে যাচ্ছে প্রথম ব্রিকস শীর্ষ সম্মেলন।

ব্রিকসভুক্ত দেশগুলো হচ্ছে- রাশিয়া, ব্রাজিল, চীন, ভারত ও দক্ষিণ আফ্রিকা। শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুরা দা সিলভা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেওয়ার কথা রয়েছে।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Sourcechannel24

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles