সর্বশেষ

32 C
Rajshahi
সোমবার, মে ১৩, ২০২৪

যান চলাচল শুরু হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে

টপ নিউজ ডেস্কঃ সর্বসাধারণের জন্য যান চলাচল শুরু হয়েছে ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। আজ রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে এক্সপ্রেসওয়ে দিয়ে টোল দিয়ে যান চলাচল শুরু হয়।

এতে চলাচলের অনুমতি নেই তিন চাকার অটোরিকশা, মোটরসাইকেল ও সাইকেল। সেই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পথচারীরা উঠতে ও চলাচল করতে পারবেন না।

গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার উড়ালসড়ক। টোল দিয়ে প্রথম যাত্রী হিসেবে প্রধানমন্ত্রী গাড়িতে করে এই এক্সপ্রেসওয়ে পার হন।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ১২ মিনিট সময় লাগবে সাড়ে ১১ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে পার হতে। ১৯ দশমিক ৭৩ কিলোমিটার পুরো এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য। সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে (পিপিপি)এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মিত হয়েছে কাওলা থেকে বনানী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর ও মানিকনগর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles