সর্বশেষ

25.5 C
Rajshahi
শনিবার, মে ৪, ২০২৪

রমজান মাসে জাল নোট প্রতিরোধের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক

টপ নিউজ ডেস্কঃ বড় কোনো উৎসবকে সামনে রেখে নোট জালকারী চক্রের অপতৎপরতা অনেক বেড়ে যায়। আর তাই এই চক্রের হাত থেকে ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিবারের মতো এবারও উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


এর অংশ হিসেবে সচেতনতা বাড়ানোর জন্য রমজান মাসে মোট ৫৮টি বাণিজ্যিক ব্যাংককে আসল নোটের বৈশিষ্ট্য-সংবলিত ভিডিওচিত্র প্রদর্শনের জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি জাল নোট প্রতিরোধ করার জন্য ব্যবস্থা নিতে এই নির্দেশনা জারি করেছে।


নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে বগুড়া জেলাসহ বিভাগীয় শহরের রাস্তার মোড়ে বা জনসমাগমস্থলে সন্ধ্যার পর এক ঘণ্টা সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করতে হবে।


ঢাকাসহ সারা দেশে মোট ৫৮টি গুরুত্বপূর্ণ স্থানে এই ভিডিও প্রচারের তারিখ ও স্থান সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট তারিখে সংশ্লিষ্ট ব্যাংককে এই ভিডিও প্রদর্শনের জন্য উদ্যোগ নিতে হবে। এছাড়াও জাল নোট শনাক্তকারী মেশিন দিয়ে নোট পরীক্ষা করতে হবে। ঈদের ১০ দিন আগেই এইসব বিষয়ে পরিপালনের তথ্য প্রতিবেদন আকারে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles