সর্বশেষ

30.6 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

রাজনীতি করতে ধর্মকে ব্যবহার করা যাবেনা : প্রধানমন্ত্রী

টপ নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশে স্বাধীনভাবে সব ধর্মের মানুষ পালন করবে নিজ নিজ ধর্ম। কিন্তু ধর্মকে ব্যবহার করে করতে দেওয়া হবে না কোনো রাজনীতি।

তিনি আজ রোববার গণভবনে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা কাজ করে যাচ্ছি দেশের সার্বিক উন্নয়নে। ঘরে ঘরে পৌঁছে দিয়েছি বিদ্যুৎ। সারাদেশে ভূমিহীন-গৃহহীনদের করে দিচ্ছি ঘর। বাংলাদেশে একটি মানুষও থাকবে না ভূমিহীন-গৃহহীন। ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবার জন্য এটা প্রযোজ্য।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের লক্ষ্য সবার সমান অধিকার নিশ্চিত হয়—এমন একটা সমাজব্যবস্থা গড়ে তোলাই।

অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, সবচেয়ে বড় ধর্ম হলো মানবতার ধর্ম। সবচেয়ে বড় শিক্ষা মানুষের কল্যাণ করা। সেই শিক্ষা নিয়েই আমরা পরিচালনা করি দেশ।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles