সর্বশেষ

34.3 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

রাজশাহীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩

টপ নিউজ ডেস্কঃ জমি নিয়ে বিরোধের জেরে রাজশাহীর গোদাগাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া অনেকে এ ঘটনায় আহত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে উপজেলার পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে। পুলিশ বলছে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় নিহতরা হলেন, রাজশাহী নগরীর ভাটাপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে ছোটন (৫০), গোদাগাড়ীর বড়গাছী কামারপাড়ার মৃত আলিম উদ্দীনের ছেলে মেহের আলী (৬৫) এবং তার ভাই নাইমুল (৬৮)। এছাড়া আরো আহত হয়েছেন, ইউনুস (২২), মো. সোলেমান (৫০), রজব (৩১), আমু (২২), রায়হান (৩৫) ও মনিরুল (৪৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে জমিজমা নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটি এবং এর জের ধরেই একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন উভয় পক্ষের ৮ থেকে ১০ জন। আহতদের উদ্ধার করে পাঠানো হয় রামেক হাসপাতালে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেছেন দুজনকে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles