সর্বশেষ

42.3 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

রাজশাহীতে সমাপনী কুচকাওয়াজ হলো ইনফ্যান্ট্রি রেজিমেন্টের নবীন সৈনিকদের

টপ নিউজ ডেস্কঃ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট রিক্রুট ব্যাচ-২০২২ এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে রাজশাহী সেনানিবাসে। বুধবার (১২ অক্টোবর) সকালে জেনারেল অফিসার কমান্ডিং, ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন ও সালাম গ্রহন করেন।

শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে ইনফ্যান্ট্রি কোর এ সৈনিক হিসেবে অর্ন্তভূক্ত হলেন ১১৯২ জন রিক্রুট। প্রধান অতিথি রিক্রুটদের মাঝে সব বিষয়ে শ্রেষ্ঠ পারদর্শিতা প্রদর্শনের জন্য পুরস্কৃত করেন মাহফুজ মিয়াকে।

এছাড়াও দেশমাতৃকার সেবায় নবীন সৈনিকদের নিজেকে আত্মনিয়োগ করতে উদ্বুদ্ধ করে মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন বলেন, ‘‘এ দেশের মানুষ সম্পদনের সীমাবন্ধতার মধ্যেও একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে আত্মত্যাগ করে যাচ্ছে। দেশের জনগণের নিকট আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles