সর্বশেষ

36.4 C
Rajshahi
শনিবার, মে ৪, ২০২৪

রাজশাহীর শ্যামপুরে পদ্মায় গোসলে নেমে তিন শিশুর মৃত্যু

টপ নিউজ ডেস্ক: রাজশাহীতে এক দিনের ব্যববধানে আবারো পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে পবা উপজেলার চরশ্যামপুর পানি শোধনাগার সংলগ্ন পদ্মা নদী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো, রেন্টুর ছেলে যুবরাজ, নূর ইসলামের ছেলে নুরুজ্জামান এবং লিটনের ছেলে আরিফ। তারা সবাই কাটাখালী পৌরসভার বাখরাবাজ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। নুরুজ্জামান রাজশাহীর মাসকাটাদীঘি বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালযয়ের ছাত্র, আরিফ জামিয়া উসমানিয়া হোসাইনাবাদ মাদ্রাসা ছাত্র ও যুবরাজ চক বেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র ছিল।

মৃতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার দুপুরে স্কুল পড়ুয়া সাত বন্ধু পদ্মা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে বাকিরা পাড়ে উঠতে পারলেও যুবরাজ, নুরুজ্জামন ও আরিফ পানির নিচে তলিয়ে যায়। পরে অন্যরা স্থানীয়দের খবর দিলে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে তাদের মহদের উদ্ধার করে।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা জানান, তিনজন নিখোঁজের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। পরে ফায়াস সার্ভিসের ডুবুরে দল পদ্মা নদীতে অভিযান চালিয়ে এক এক করে তিন জনের মরদেহ উদ্ধার করে। মৃতরা সবাই শিশু। তাদের সবার বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles