সর্বশেষ

42.5 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ২, ২০২৪

রাজশাহী জেলার ৪ হাজার ৯৬৩টি ভোট কক্ষে নির্বাচনী মালামাল বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা রিটার্নিং কার্যালয়ের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার ৪ হাজার ৯৬৩টি ভোট কক্ষে নির্বাচনী মালামাল বিতরণ ও সংগ্রহের কাজ শুরু হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) সকালে হাজী মোহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপস্থিত থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ ভোট সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে এই নির্বাচনী মালামাল তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. আশরাফুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর মো. শামসুল ইসলাম।

এসময় জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ জানান,  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী জেলার ছয়টি আসনের সবগুলো উপজেলায় ইতোমধ্যেই ব্যালট পেপারসহ প্রয়োজনীয় লজিস্টিক সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে। আজকে সকাল থেকে জেলার ৪ হাজার ৯৬৩ টি ভোট কক্ষে মালামাল বিতরণ শুরু হয়েছে।

তিনি আরো জানান, রাজশাহী জেলার ছয়টি আসনের ৭৭০টি ভোট কেন্দ্র মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৭৭ হাজার ৭১৪। এদের মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮৩ হাজার ৭৩০ জন, মহিলা ভোটার ১০ লাখ ৯২ হাজার ৯৬৬ জন এবং হিজড়া ভোটার সংখ্যা ১৮ জন।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles